বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে চলছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ। গত বছরে নভেম্বর থেকে শুরু হওয়া এ কুইজ প্রতিযোগিতা চলবে আগামী মার্চ পর্যন্ত। এ কুইজ প্রতিযোগিতায় মূলত বঙ্গবন্ধু উপর বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে সেখান থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতা সর্বমোট দশ হাজারটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যার মধ্যে লেপটপ, মোবাইল ফোনসহ রয়েছে বিভিন্ন নামী-দামী পুরস্কার। কি ভাবচেন? আপনি অংশ নিতে পারবেন ? হ্যাঁ অবশ্যই আপনি অংশ নিতে পারবেন। কুইজের উত্তর নিয়ে চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই , প্রতিদিনের কুইজের উত্তর পাবেন আমাদের এই ওয়েবসাইটে। তাছাড়া সবগুলো কুইজের প্রশ্ন হয়ে থাকে বঙ্গবন্ধুর জীবনী থেকে ফলে যেকেউ সহজে উত্তর পেয়ে যাবেন। তাহলে আর দেরী কেন? আজই অংশ নিন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ এ জিতে নিন, মোবাইল, লেপটপসহ বিভিন্ন পুরস্কার।
আজকের কুইজ
Table of Contents
বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন?
গত তিন মাসের বেশি সময় ধরে চলা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের আজকের প্রশ্ন এটি। প্রিয় ডট কম তাদের অফিসিয়াল ওয়েভসাইটে https://www.quiz.priyo.com নিয়মিত কুইজের প্রশ্ন আপলোড করে। আজকের কুইজের উত্তর জানতে পুরো অনুচ্ছেদটি পড়ুন।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ”
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ‘ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ এর আয়োজন করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।এতে যৌথভাবে আর্থিক সহযোগীতা করছে শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে স্টাটেজিক পার্টনার হিসেবে রয়েছে।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট পেতে ক্লিক করুন: https://bdresultofficial.com/ju-admission-test-circular-20-21/

প্রশ্ন:বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন?
প্রশ্ন : আজকের কুইজ হলো- ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকার ধোলাইখালে প্রথম নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। ৬ দফার আলোকে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন?
উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে ছিল আওয়ামী লীগের জয়জয়কার। সর্বমোট মধ্যে ১৬৮ আসন লাভ করে বঙ্গবন্ধু নেতৃত্ব্ধীন আওয়ামী লীগ। এ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচন করেছিল। অব্যশ্য নির্বাচনে কিছু দিন আগেই বঙ্গবন্ধু নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা পছন্দ করে নেন। তিনি ১৯৭০ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা প্রতীক পছন্দ করেন। (আমার দেখা মুক্তিযুদ্ধ বই)
কুউজের উত্তর দিতে নিচে ওয়েভসাইট লিংকে ক্লিক করুন; উত্তর জমা দিয়ে আপনি জিতে যতসব নামি দামি উপহার https://accounts.priyo.com/login/?next=https://quiz.priyo.com/accounts/login/
প্রতিদিনের কুইজের উত্তর ও বিজয়ীদের নাম জানতে থাকুন আমাদের সাথে #